Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি প্রার্থী দুইজন থাকায় কোন্দলে দায়ভার চাপানো চেষ্টা

কলাপাড়া সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের অভিযোগ

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ৬:৩০ পিএম

পটুয়াখালী-৪ আসনের (কলাপাড়া-রাঙ্গাবালী) বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন অসত্য বক্তব্য সংবলিত মতবিনিময় করে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মহিব্বুর রহমান মহিবের তথা আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বিঘ্ন করার পায়তারাসহ বিভিন্ন অভিযোগ এনে মঙ্গলবার বেলা সোয়া ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ দলীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান।
তিনি লিখিত বক্তব্যে বলেন, বিএনপি প্রার্থী দুইজন থাকায় তারা নিজেদের দলীয় কোন্দলে জড়িয়ে পড়েছেন। যার দায়ভার চাপানো হচ্ছে আওয়ামী লীগের ওপর। দলের নিশ্চিত পরাজয় জানতে পেরে মোশাররফ হোসেন নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ানোর পথ খুঁজছেন। বিএনপি জামায়াত ক্ষমতায় থাকাকালে প্রকাশ্যে দিনের বেলা সশস্ত্র সন্ত্রাসীরা তৎকালীন সময় আওয়ামী লীগ দলীয় কার্যালয় গুলি চালিয়ে হত্যা চেষ্টা করে। এরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ওই সন্ত্রাসীরা পৌরসভার ২০০৪ সালের নির্বাচনে ভোট কেন্দ্র দখল করে সকাল ১০ টার মধ্যে নির্বাচন শেষ করেছে। এইসব সন্ত্রাসী গ্রেফতার না হলে আসন্ন সংসদ নির্বাচন ব্যাহতের শঙ্কা করছেন তিনি। ওই সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মীকে নির্যাতন করা হয়েছে। তিনি সকলকে সতর্ক থাকারও আহ্বান জানান।
রাকিবুল আহসান বলেন, এখন পর্যন্ত আমরা নির্বাচনী কোন প্রচার কার্যক্রম করছিনা। শুধুমাত্র ভোট কেন্দ্র নিরাপত্তা কমিটি গঠনের কাজ চলছে। যাতে বিএনপি প্রার্থী হতাশ হয়ে মিথ্যা প্রচারণা করে বেড়াচ্ছে।
এসময় উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, অধ্যাপক মঞ্জুরুল আলম, অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাস, এ্যাডভোকেট নাসির মাহমুদ, সৈয়দ হাবিবুর রহমান, প্রভাষক ইউসুফ আলী, বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আলী, সিআইপি মাসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোন্দল

৫ আগস্ট, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ