নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চট্টগ্রামে বাংলাদেশের চার স্পিনারের ঘূর্ণিতে একেবারে নাজেহাল হয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তাদের ২০ উইকেটের সবগুলোই ভাগাভাগি করে নিয়েছিলেন বাংলাদেশের স্পিনাররা। মিরপুরে সিরিজ বাঁচানোর বড় পরীক্ষায় তাই উইন্ডিজের অবশ্য পাঠ্য বিষয়- ‘স্পিন খেলার কৌশল’। বাংলাদেশের স্পিনারদের হাতে যেন আবার নাজেহাল হতে না হয় সেই প্রস্তুতি নাকি এবার পাক্কা, তেমনটাই জানালেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাফেটও।
আড়াই দিনে চট্টগ্রাম টেস্ট শেষ হয়ে যাওয়ায় হাতে বাড়তি সময় পেয়েছিল উইন্ডিজ। এই সময়ের বেশিরভাগটা জুড়েই চলেছে তাদের স্পিন বল মোকাবেলার প্রস্তুুতি। সেই প্রস্তুুতি থেকেই ব্র্যাফেট নিজেদের আত্মবিশ্বাসী দাবি করে ঠিক করেছেন স্পিন সামলানোর তরিকা, ‘উইকেট গিয়ে ইতিবাচক থাকাটা জরুরী। প্রথম টেস্টে বাউন্সের উঠানামা ছিল। আমাদের রক্ষণের উপর আস্থা রেখে আগ্রাসী খেলতে হব। প্রতি বল বুঝে ব্যাট চালাতে হবে। আমার মনে হয় মাথাটা পরিষ্কার রাখা জরুরী। আমার বিশ্বাস আমরা এবার পারব।’
সিরিজে পিছিয়ে, আছে স্পিন জুজু, ফেল করছে টপ অর্ডার। তবু নিজেদের মনস্তুাত্তি¡ক দিক থেকে পিছিয়ে রাখতে চায় না সফরকারীরা, ‘আমরা চাপে নেই। আমরা জানি কি করতে হবে। অবশ্যই আমরা সিরিজে পিছিয়ে আছি, আমাদের সিরিজ ড্র করতে হবে। উপরের পাঁচ ব্যাটসম্যানের থেকে রান এলে জেতাটা আমাদের জন্য সহজ হবে। প্রত্যেক ব্যাটসম্যানকেই নিজেদের পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে হবে। শেষ ম্যাচটা ভীষণ কঠিন পিচে খেলতে হয়েছে ব্যাটসম্যানদের।’
স্পিন সামলানোর প্রস্তুুতি নিচ্ছেন ব্যাটসম্যানরা। তবে বোলিং আক্রমণে বাংলাদেশের মতো কেবল স্পিন দিয়েই সাজাতে চায় না ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে পেসাররা যেভাবে বাংলাদেশকে কাবু করতে পেরেছিলেন শ্যানন গ্যাব্রিয়েল না থাকলেও এবারও তেমনটির আসা ব্র্যাথয়েটের, ‘অবশ্যই স্পিন ও পেসের একটা ভারসাম্য আনতে হবে। প্রথম টেস্টে স্পিনই মূল ভূমিকা রেখেছে। কিন্তু এর মানে এই নয় যে পেসাররা উইকেট পাবে না। আমরা চাপ প্রয়োগ করে উইকেট নিতে পারি। স্পিন ও পেস দুটোর উপরই আমি আস্থা রাখতে চাই।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।