Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মার্কিন যুদ্ধজাহাজ
ইনকিলাব ডেস্ক : চীনের আপত্তি সত্তে¡ও মার্কিন নৌবাহিনীর দুটি জাহাজ ফের তাইওয়ান প্রণালীকে তাদের যাত্রাপথ হিসেবে ব্যবহার করেছে। ইন্দো-প্যাসিফিক পানিসীমাকে অবাধ ও মুক্ত রাখতে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে বুধবার জাহাজগুলো তাইওয়ান প্রণালী ব্যবহার করে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। এ নিয়ে চলতি বছর এ ধরনের তৃতীয় ঘটনা ঘটল। আগের দুই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখালেও বুধবার তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ বিষয়ে বেইজিংয়ের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স।

ভারতের উপগ্রহ
ইনকিলাব ডেস্ক : পৃথিবীকে ভালভাবে পর্যবেক্ষণ করতে নতুন উপগ্রহ পাঠিয়েছে ভারত। অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি-সি ৪৩ রকেটের মাধ্যমে ওই উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। এতে আরও ৩০টি স্যাটেলাইট রয়েছে। এর মধ্যে ২৩টিই যুক্তরাষ্ট্রের। নতুন এই উপগ্রহের কাজ হচ্ছে পৃথিবীর ভূতলকে ভালভাবে পর্যবেক্ষণ করা। মহাশূন্যের দুটি জায়গায় ৩১টি উপগ্রহ রেখে আসবে মহাকাশযান। প্রথমে সেটির অবস্থান হবে পৃথিবী থেকে ৬৩৬ কি.মি. দূরে পরে তা কমে হবে ৫০৪ কি.মি.। পুরো প্রক্রিয়া শেষ হবে ১১২ মিনিটে। এনডিটিভি।

৩ পুলিশের সাজা
ইনকিলাব ডেস্ক : এক কিশোরকে হত্যায় অভিযুক্ত হয়েছেন ফিলিপাইনের তিন পুলিশ সদস্য। তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে দেশটির একটি আদালত। এতে সর্বোচ্চ সাজা ঘোষণা করা হয়েছে ৪০ বছর। ২০১৭ সালে মাদকবিরোধী অভিযানে ১৭ বছর বয়সী কিয়ান দেলোস সন্তোষ নামের ওই কিশোরকে হত্যা করা হয়। প্রেসিডেন্ট রোদ্রিগো দুতের্তে মাদকের বিরুদ্ধে অভিযান শুরুর পর এই প্রথমবারের মতো দোষী কারো বিরুদ্ধে সাজা ঘোষণা করা হলো। ২০১৬ সালে দেশজুড়ে মাদকবিরোধী অভিযান শুরু হয়। রয়টার্স।

বিল্ডিংয়ে ধাক্কা
ইনকিলাব ডেস্ক : ১৭৯ আরোহী নিয়ে দুর্ঘটনায় পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। সুইডেনের স্টকহোম আরলান্ডা বিমানবন্দরে অবতরণের সময় বিমানটির ডানা পাশের একটি ভবনকে আঘাত করে। সুইডেনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা পৌনে ৬টা দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জানা গেছে, বুধবার দিল্লি বিমানবন্দর থেকে ১৭৯ জন যাত্রী নিয়ে ফ্লাই করে এয়ার ইন্ডিয়ার ওই বিমান। স্টকহোমের আরলান্ডা বিমানবন্দরে অবতরণের সময় বিল্ডিংয়ের সঙ্গে বিমানটির ধাক্কা লাগে। এতে বিমানের একটি ডানা দেয়ালে ঘষা খায়। এনডিটিভি।

পশ্চিমবঙ্গে মৃত্যু ৭
ইনকিলাব ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে ভেজাল মদপানে ৭ জনের মৃত্যু ও গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৯ জনকে। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। শান্তিপুর থানার নৃসিংহপুর চৌধুরী পাড়ায় প্রচুর ইটভাটা শ্রমিক ও দিনমজুর বসবাস করে। সন্ধ্যার পর থেকেই অনেকেরই পেট ব্যথা, শরীর ও চোখ জ্বালাপোড়া করতে থাকে। হাসপাতালে ভর্তি করা হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তিনজনের। বুধবার সকালে মৃত্যু হয় আরও চারজনের। ভেজাল মদ খেয়ে এ ঘটনা ঘটে বলে খবরে বলা হয়। দ্য হিন্দু।

দাবানলের বিস্তৃতি
ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে দাবানল মারাত্মক আকার ধারণ করায় হাজার হাজার বাসিন্দাকে সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে অঞ্চলটির ঘর-বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিবিসি। বর্তমানে কুইন্সল্যান্ডজুড়ে ১৩০টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। এগুলো তীব্র বাতাস, তাপ এবং শুকনো গাছপালার কারণে আরও মারাত্মক আকার ধারণ করছে। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক মনে করা হচ্ছে গ্রেসমেয়ার শহরের দিকে অগ্রসরমান দাবানলটিকে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ