বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত নছিমন চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালের হেমায়েতপুর বাঙ্গাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পাবনা সদর থানার পরিদর্শক জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাঙ্গাবাড়িয়া এলাকা ভ্যানচালক আকবর আলী তার স্ত্রী ও কন্যাকে নিয়ে নিজ ভ্যানযোগে শহরে যাচ্ছিলেন। এ সময় ইঞ্জিন চালিত একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মেয়ে বর্ষা (৮) নিহত হয়। গুরুতর আহত অবস্থায় আকবর আলী ও তার স্ত্রী রিমি বেগমকে (৪০) পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে মারা যান রিমি। আকবর আলীর অবস্থাও আশংকাজনক। ওই ঘটনার পর নছিমন চালক পালিয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।