Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষক নিহত

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৮, ১১:১৯ এএম

বাগেরহাটে মোল্লাহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বুধবার বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার হাড়িদাহ বটতলা নামক স্থানের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রফিকুল ইসলাম দুলাল (৪৬) ও এম এম বাহারুল আলম (৪৫)। তাদের বাড়ি মোল্লাহাট উপজেলার সরসপুর গ্রামে। এরমধ্যে রফিকুল ইসলাম সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাহারুল আলম সরসপুর দক্ষিনপাড়া জাতীয় করনকৃত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক মোটরসাইকেলযোগে মোল্লাহাট সদর থেকে পিএসসি পরীক্ষার খাতা জমা দিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময়ে গুরুত্বর আহত দুই শিক্ষককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুল আহসান জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ