নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা সম্মানসূচক এএনওসি অ্যাওয়ার্ড পেলেন। গতকাল জাপানের টোকিওতে অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল অলিম্পিক কমিটি (এএনওসি)’র সাধারণ সভায় তাকে এই পুরষ্কারে ভুষিত করা হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস ব্যাচ সৈয়দ শাহেদ রেজার হাতে পুরষ্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন এএনওসি’র প্রেসিডেন্ট ফাহাদ আল সাবাহ। প্রথম বাংলাদেশ যুব গেমস সফলভাবে আয়োজনের জন্য শাহেদ রেজাকে এই পুরস্কার দেয়া হয়। গত বছরের ডিসেম্বরে দেশের প্রতিটি উপজেলা থেকে শুরু হয়ে জেলা ও বিভাগ ঘুরে চলতি বছরের মার্চে চুড়ান্ত পর্বের মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশ যুব গেমস। তৃর্ণমূল পর্যায়ের কয়েক হাজার ক্রীড়াবিদ অংশ নেন এই গেমসে। এখান থেকেই খুঁজে নেয়া হয়েছে বাংলাদেশের ভবিষ্যত তারকা ক্রীড়াবিদদের। যাদেরকে পরবর্তীতে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের আওতায় এনে বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসরের জন্য গড়ে তোলা হবে। প্রথম বাংলাদেশ যুব গেমস আয়োজন করায় কৃতিত্বের দাবীদার বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। তাই দেশের পর এবার বিদেশেও সম্মানীত হলেন। তার ঘোষণা এই গেমস আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখেবে বিওএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।