Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইকনিক স্টার অ্যাওয়ার্ডস পেলেন মেজবা উদ্দিন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২২, ১২:০৭ এএম

সম্পতি আইকনিক স্টার অ্যাওয়ার্ডস পেলেন মুভি পোস্টার, কমার্শিয়াল ফটোশুট, স্টাইলিং, ডিরেক্টর, এবং পিক্সেল মাল্টিমিডিয়ার চেয়ারম্যান মেজবা উদ্দিন। মিডিয়ায় তার বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পান। মেজবা উদ্দিনের মিডিয়ার যাত্রা দুই দশকেরও বেশি সময়। শুরুতে ব্যান্ড দলের সাথে সম্পৃক্ত থাকলেও পরবর্তীতে মিডিয়ার বিভিন্ন শাখায় তিনি কাজ করেন। গড়ে তুলেন প্রযোজনা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান থেকে তিনি টিভিসিসহ অন্যান্য কনটেন্ট নির্মাণ করেন। তার কাজের দক্ষতা ও ক্রিয়েটিভিটির জন্য তার প্রতিষ্ঠানকে বেস্ট মিডিয়া এজেন্সি হিসেবে ঘোষণা করা হয় এবং আইকনিক স্টার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। মেজবা বলেন, এবছর আমার নিজস্ব প্রোডাকশন হাউজের পক্ষে আমি বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছি। এই অ্যাওয়ার্ড আমাদের কাজের জন্য পেয়েছি। উল্লেখ্য, মেজবাহ র‌্যাম্প মডেল হিসেবে কাজ শুরু করেন। এরপর অনেক বিজ্ঞাপনচিত্রে মডেল হন।এর মধ্যে উল্লেখযোগ্য, মেরিল পেট্রোলিয়াম জেলি, হুইল পাওয়ার হোয়াইট, প্রাণ চাটনি, প্রাণ মিল্ক, রাস এনার্জি ড্রিংক। এছাড়া বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা ও নাটকে অভিনয় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইকনিক স্টার অ্যাওয়ার্ডস পেলেন মেজবা উদ্দিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ