Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দিল্লিতে পরিবর্তন হলে মানুষের মুখে হাসি ফুটবে : মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামীতে দিল্লির সরকার পরিবর্তন হলে মানুষের মুখে হাসি ফুটবে। তিনি মঙ্গলবার পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে এক সভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি চাই আপনারা মনের জোর নিয়ে কাজ করুন, ভালো করে কাজ করুন। ভয় পেলে কিছু হবে না। দিল্লীর সরকার আমাকেও নানাভাবে উত্ত্যক্ত করে। কিন্তু আমিও ওদের ছাড়িনা।’ মমতা বলেন, মানুষের ভরসা পাওয়াটাই তার কাছে মুখ্য, দিল্লির গদি নয়। তিনি বলেন, ‘আমি যা করবো বলে কথা দেই, জীবন দিয়ে হলেও সেই কথা রাখি। কিন্তু যারা নির্বাচনের আগে একরকম পরে আরেকরকম কথা বলে আমি তাদের সঙ্গে নেই।’ কেন্দ্রীয় সরকারের নোট বাতিল (৫০০ ও ১০০০ টাকার নোট) কর্মসূচি প্রসঙ্গে মমতা বলেন, ‘নোট বাতিলের ফলে ব্যবসা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশে বেকারত্ব বেড়েছে। ছোট ব্যবসা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। মাঝারি ও বড় ব্যাবসাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ দেশ ছেড়ে চলেও গেছেন।’ এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মমতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ