Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারে রোহিঙ্গা ক্যাম্পে পানির ব্যবস্থা তুর্কি সংস্থার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মিয়ানমারে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে পানির সংস্থান করেছে ক্যানসুয়ো চ্যারিটি অ্যান্ড সলিডারিটি নামে তুরস্কের একটি দাতব্য সংস্থা। সোমবার সংস্থাটি এ কথা জানিয়ে বলে, মিয়ানমারের সিতওয়া সিটির গ্রামগুলোতে নিরাপদ পানির সংস্থানের জন্য ৪৮টি কূপ স্থাপন করেছেন তারা। সংস্থাটি ১৫ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রীও বিতরণ করেছে। গোশত দেয়া হয়েছে তিন হাজার পরিবারকে। বায়রাম নুমান কোকসাল নামে সংস্থাটির একজন সমন্বয়ক জানান, অঞ্চলটিতে মারাত্মক পানি সঙ্কট ছিল। তিনি বলেন, সংস্থাটি স্থানীয় লোকজনের মাঝে কিছু গৃহপালিত পশু বিতরণের পরিকল্পনা নিয়েছে। সেই সাথে মাদরাসা ও মসজিদও নির্মাণ করা হবে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ২০১৭ সালের ২৫ নভেম্বরের পর থেকে সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার সীমান্ত পাড়ি দিয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর অভিযান ও উগ্রবাদী বৌদ্ধদের সহিংস আক্রমণের শিকার হয়ে বাস্তুচ্যুত হওয়া এসব উদ্বাস্তুর বেশিরভাগই নারী ও শিশু। এরা সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর সদস্য। অনটারিও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাজেন্সি নামে একটি সংস্থার প্রতিবেদন অনুযায়ী মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনীর হাতে ২৪ হাজারেরও বেশি রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছেন। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ