Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঙ্গলে নেমেছে ইনসাইট

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মঙ্গল গ্রহে অবতরণ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র মনুষ্যবিহীন যান ইনসাইট। এটি নাসার ইতিহাসে মঙ্গলে অষ্টম সফল অবতরণের ঘটনা। সোমবার অবতরণকারী এ যানটি মঙ্গলের গভীরে অনুসন্ধান চালাবে। মঙ্গলের বায়ুমণ্ডলে প্রবেশ থেকে শুরু করে ভূমিতে অবতরণ পর্যন্ত এর মোট সময় লেগেছে ৭ মিনিট। অবতরণের ৬ মিনিট পর যানটি থেকে মঙ্গলের প্রথম ছবি পৃথিবীতে পাঠানো হয়। ইনসাইটের এই মঙ্গলযাত্রার মিশনকে ২০৩০-এর দশকে মঙ্গল গ্রহে মনুষ্যবাহী এক্সপ্লোরার যান পাঠানোর প্রস্তুতি হিসেবে দেখছে নাসা। ২০১৮ সালের ৫ মে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের ভান্দেনবার্গ এএফবি থেকে ‹ইনসাইট›-কে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে পাঠানো হয়। সোমবার এটি অক্ষত অবস্থায় মঙ্গল গ্রহের ভূমি স্পর্শ করতে সক্ষম হয়। এরপর সেখান থেকে পাঠানো প্রথম ছবি নাসায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে উচ্ছাসে ফেটে পড়ে প্রতিষ্ঠানটির কর্মীরা। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ