Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঙ্গলে নতুন মাটির সন্ধান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা মার্স এক্সপ্রেস মঙ্গল গ্রহের মার্শিয়ান ল্যান্ডস্কেপের একটি অংশের ছবি পাঠিয়েছে। এই মার্শিয়ান ল্যান্ডস্কেপ হলো মঙ্গলের ভূমির একটি অংশ; যা মঙ্গলের উত্তর এবং দক্ষিণ গোলার্ধের সীমান্তের পাথুরে এবং এবড়োখেবড়ো ভূমি। মার্শিয়ান ল্যান্ডস্কেপের সাহায্যে মঙ্গল গ্রহে ফ্লাড প্লেইনস তৈরি হয়েছিল একসময়। এই উত্তর ও দক্ষিণ গোলার্ধের ঠিক সীমান্তের পাথুরে অঞ্চলটিকে নীল ফসি সাইট হিসেবেও ডাকা হয়। এই ফ্লাড প্লেইনসই এক ব্যাপক ইঙ্গিতবাহী বাঁক এবং এটি নিয়ে বিতর্কও আছে যে, মঙ্গলে প্রাণের অস্তিত্ব আছে কি-না। তবে এর ফলে একটা ব্যাপার সহজে বুঝা যায় বাতাস, পানি এবং বরফের এই লাল গ্রহের একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে চলে যাওয়ার চিহ্নগুলো কী কী। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ