মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিদেশি শত্রু ঠেকাতে তৈরি হয়েছিল প্রাচীর। কিন্তু শত্রু যে ঘরেই! প্রকৃতির খেয়ালে ক্ষয়ক্ষতি তো হচ্ছেই। সম্প্রতি আবার জানা গিয়েছে, চীনের প্রাচীর একটু একটু করে ঘরবাড়ি তৈরিও চলছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জাপানি বোমা, নিজস্ব সেনা বাঙ্কার, সব মিলিয়ে দু’হাজার বছরেরও বেশি প্রাচীন চীনের মহাপ্রাচীরের অন্তত ৩০ শতাংশ ক্ষয়ে গিয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল জিয়োগ্রাফিক। তা ঠেকাতে এ বার ড্রোন হাতিয়ার করছে বেইজিং। প্রাচীরের কোথায় এবং কতখানি ক্ষতি হয়েছে, ইতিমধ্যেই তার অনেকটা জানা গিয়েছে বলে দাবি প্রশাসনের। সৌজন্যে, ড্রোন থেকে পাওয়া হাই-ডেফিনেশন, থ্রি-ডি ছবি। এখন কাজ, নতুন করে ইট-পাথর বসিয়ে পাঁচিলের হাল ফেরানো। প্রাচীরের জটিল গঠনের সঙ্গে মিলিয়ে সেটা যে সহজ নয়, তা মানছেন বিশেষজ্ঞরা। সূত্র: বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।