Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমতলীতে ট্রলির চাপায় পিএসসি পরীক্ষার্থী নিহত

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৮, ৩:১৯ পিএম

বরগুনার আমতলী উপজেলায় ট্রলি চাপায় ইদিয়ামিন নামে এক ইবতেদায়ি সমাপনী পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন তার মা সাবিহা ইসায়মিন ইরিন ও মোটরসাইকেল চালক খলিলুর রহমান।

সোমবার সকালে উপজেলার গোজখালী সড়কের বাইনবুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ইদিয়ামিন আমতলী পৌরসভার একে স্কুল সংলগ্ন খান ফার্মেসির মালিক মো. দেলোয়ার হোসেন খানের ছেলে।

জানা গেছে, ইদিয়ামিন ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে মা সাবিহা ইয়াসমিন ইরিনকে নিয়ে মোটরসাইকেলে করে গোজখালী পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। পথিমধ্যে বাইনবুনিয়া নামক স্থানে পেছন দিক থেকে বালু ভর্তি একটি ট্রলি ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পরীক্ষার্থী ইদিয়ামিন নিহত হয়।

মা ইরিন ও মোটরসাইকেল চালক খলিলুর রহমান গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ