বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার খিলগাঁও রেল ক্রসিংয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় মর্মান্তিক ভাবে নিহত ইঞ্জিনিয়ার আলমগীরের পরিবারে চলছে শোকের মাতম।
এলাকায় জনপ্রিয় এ তরুণ যুবকের অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।শনিবার বিকালে তার লাশ ফুলপুর এসে পৌছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। তার স্কুল কলেজের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন তাকে এক নজর দেখার জন্য আসে । ফুলপুর ডিগ্রি কলেজ মাঠে তার নামাজে জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেন। পরে তার লাশ তাদের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এসময় ভাতিজার জানাজায় অংশ নিতে বাসা থেকে রওনা করার পূর্ব মূহুর্তে হঠাৎ স্ট্রোক করে মারা যান আলমগীরের চাচা আলিম উদ্দিন (৬০)। রবিবার সকাল সাড়ে ১০টায় তার নিজ বাড়িতে আলিম উদ্দিনের জানাজা অনুষ্ঠিত হয়।
চাচা আলিম উদ্দিন (৬০) ও ভাতিজা ইঞ্জিনিয়ার আলমগীরের মৃত্যুতে তাদের পরিবারে চলছে শোকের মাতম।
উল্লেখ্য, শুক্রবার ফুলপুর ডিগ্রি কলেজ রোড নিবাসী ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্স (ইউআইটিএস) থেকে সদ্য পাস করা বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন (২৮) ঢাকায় এক ট্রেন দুর্ঘটনায় মারা যান। তিনি দিউ গ্রামের স’মিল মালিক ও ঠিকাদার মো. আব্দুল খালেকের ৩য় পুত্র । ঢাকায় একটি বেসরকারি আর্কিটেকচার কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ার পদে চাকরি করতেন আলমগীর। পরে শনিবার তার নামাজে জানাজায় আসার সময় চাচা আলিম উদ্দিন (৬০) স্ট্রোক করে মারা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।