Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বিশ্বের সব মুসলমানকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। শনিবার রাজধানী তেহরানে শুরু হওয়া ইসলামি ঐক্য সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানিয়েছেন। রুহানি বলেন, যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর নিপীড়নমূলক নীতির বিরুদ্ধে বিজয়ী হতে হলে মুসলমানদের মধ্যে ঐক্য শক্তিশালী করার কোনো বিকল্প নেই। মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করা মুসলমানদের অবশ্য পালনীয় কর্তব্য হওয়া উচিত। তিনি বলেন, ‘আমেরিকার মাধ্যমে পশ্চিমামুখী হওয়া আমাদের ধর্মের প্রতি বিশ্বাসঘাতকতা এবং এই অঞ্চলের আগামী প্রজন্মের প্রতি বিশ্বাসঘাতকতা।’ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সউদী আরব ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোর প্রতি ইঙ্গিত করে ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘অপরাধীদের জন্য আমরা লাল কার্পেট বিছিয়ে দেব নাাকি অবিচারের বিরুদ্ধে শক্তি নিয়ে দাঁড়াব, আমাদের কুরআন ও আমাদের ইসলামের পক্ষে দাঁড়াব তা বেছে নিতে হবে।’ ইরনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলমান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ