Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

জাতীয় সমবায় দিবস উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৮, ১২:৪৮ পিএম

৪৭তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনা জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ এই কর্মসূচীর আয়োজন করে।
পাবলিক হলের সামনে সকাল ১০টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। ১০টা ৩০ মিনিটে জেলা শহরে একটি বর্ণাঢ্য সমবায় আনন্দ র‌্যালী বের হয়। র‍্যালীর নেতৃত্ব দেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম ও পুলিশ সুপার জয়দেব চৌধুরী। সকাল ১১টায় পাবলিক হলে জেলা সমবায় কর্মকর্তা মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ খালিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফকরুজ্জামান জুয়েল, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আলাল উদ্দিন, সদর উপজেলা সমবায় কর্মকর্তা সঞ্জু রহমান, সমবায়ীদের পক্ষে কাজী আরিফুল ইসলাম রিপন, আব্দুল রহমান, আবুল মনসুর, আব্দুল মজিদ। অনুষ্ঠান পরিচালনা করেন নাঈম সুলতানা লিবন। অনুষ্ঠানে ৪টি শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলোচনা সভা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ