Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেয়ারস্টোর সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

প্রথম দুই টেস্ট জিতে শ্রীলঙ্কার মাটিতে ১৭ বছর পর সিরিজ নিশ্চিত হয়েছে আগেই। তিন ম্যাচ সিরিজের শেষের শুরুটাও মন্দ হলো না। স্বাগতিকদের হোয়াইটওয়াশের লক্ষ্যে খেলতে নেমে কলম্বো টেস্টের প্রথম দিনে ৭ উইকেটে ৩১২ রান করেছে ইংলিশরা।
শেষ সেশনে চার উইকেট হারায় ইংল্যান্ড। এদিনই গুটিয়ে যাওয়ার সঙ্কাও তৈরী হযেছিল। কিন্তু অবিচ্ছিন্ন ১৮ রানের জুটিতে দিন শেষ করে আজ আবার ভালো কিছুর আশা দেখাচ্ছেন মঈন আলি (২৩*) ও আদিল রশিদ (১৩*)। এর আগে চার ব্যাটসম্যান আউট হয়েছেন দশ পেরিয়ে। জো রুটের (৪৬) সঙ্গে তৃতীয় উইকেট ১০০ এবং বেন স্টোকসকে (৫৭) নিয়ে পরের জুটিতে ৯৯ রান যোগ করেন ব্যাটসম্যান হিসেবে খেলতে নামা বেয়ারস্টো (১৮৬ বলে ১১০)। গ্লাভসবিহীন হাতে এটি তার প্রথম ও সাকুল্যে ষষ্ঠ শতক। ৯১ রানে চার উইকেট নেন লক্ষণ সান্দাকান, দুটি নেন পুস্পকুমারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ