বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা -৫ সদর নির্বাচনী আসনে ক্ষমতাসীন দল সরব থাকলেও নির্বাচনী মাঠে এখনও বিএনপি নিরব। এই আসনের আওয়ামীলীগের দুইবারের এম.পি গোলাম ফারুক প্রিন্স । দুই মেয়াদে তিনি ও তাঁর দল বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে সরব রয়েছেন এবং আছেন। বর্তমানে সরকারের নানামুখী উন্নয়নের কর্মকান্ড তুলে ধরে নৌকা প্রতীকের জন্য ভোট চাইছেন। সম্ভবত: বিএনপি এই আসনে চেয়ারপারসনের ব্যক্তি বিশেষ সহকারী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাসকে মনোনয়ন দিচ্ছেন। তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছে, জেলা বিএনপি’র ভারপ্রাপÍ সভাপতি আব্দুস সামাদ খান মন্টু ও সেক্রেটারী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা। আ’লীগ এবং বিএনপি’র এই আসনে প্রার্থী চূড়ান্ত না হলেও ধারণা করা হচ্ছে, নৌকা প্রতীকে লড়বেন গোলাম ফারুক প্রিন্স এবং ধানের শীষের প্রতীকে শিমুল বিশ্বাস। বিএনপি’র মনোনয়ন চূড়ান্ত না হলেও এই আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা কার্যক্রম নেই। ধানের শীষের প্রতীক প্রচারণা নিরব। অপরদিকে, পাশ্ববর্তী নির্বাচনী এলাকায় নৌকা ও বিএনপি’র প্রচারণা চলছে। বিশেষ করে ঈশ্বরদী, চাটমোহর এবং সুজানগরে প্রচারণা চলছে। তবে এই নির্বাচনী প্রচারণায় বিএনপি’র নেতা-কর্মী-সর্মথকরা গায়েবী মামলার ভয়ের মধ্যে রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।