Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় বেপরোয়া বাসের চাপায় আহত পুলিশ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৮, ৫:৩৪ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় বেপরোয়া বাসের চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশের এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।
মুমুর্ষ অবস্থায় আহত আশুলিয়া থানার উ-পরিদর্শক কবির হোসেনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নির্বির পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাবেদ হোসেন জানান, সন্দেহজনক একটি বাস (ঢাকা মেট্রো জ-১১-১৮১১) নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকা অতিক্রম করার সময় বাসটিকে থামাবার চেষ্টা করেন পুলিশ কর্মকর্তা কবির হোসেন। কিন্তু বাসটি না থামিয়ে দ্রুতগতিতে চলতে থাকে।
পরে পলাশবাড়ি এলাকায় বাসটি পৌছলে পুলিশ কর্মকর্তা বাসটি থামাতে মোটরসাইকেল দিয়ে বেরিকেড দিলে বেপরোয়া চালক মোটরসাইকেলসহ পুলিশ কর্মকর্তাকে চাপা দেয়। তখন মোটরসাইকেলটি প্রায় ২০ ফুট ছেচড়ে নেওয়ার পর বাসটি ডিভাইডারের উপর উঠে গেলে এর চালক পালিয়ে যায়।
বাসটিতে ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলের ‘স্টাফ বাস’ লেখা স্টিকার লাগানো রয়েছে।
এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ও বাসের চালককে আটকের চেষ্টা করা হচ্ছে বলেন তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ