Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুক্রবার সকালেই সড়কে প্রাণ গেলো ৬ জনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৮, ১১:২৬ এএম

শুক্রবার (২৩ নভেম্বর) সকালেই তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এরমধ্যে খুলনা, ফেনী ও লালমনিরহাটে দুই জন করে প্রাণ হারিয়েছেন। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত এ দুর্ঘটনার খবর মেলে।

খুলনা ব্যুরো জানায়, খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সকাল পৌনে ৯টার দিকে ডুমুরিয়ার পূর্ব ঝিলের ডাঙ্গায় ড্রাম ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাইকগাছা আমাদী ইউনিয়নের জায়গীরমহল গ্রামের নজরুল মোল্লা (৪৫) ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকী (৩৫)।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেনী জেলা সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়ায় সড়ক দুর্ঘটনায় সাইদুল ইসলাম (৪৮) ও মানিক (৩৫) নামে দু’জন নিহত হয়েছেন। সকালে লেমুয়া ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

ফেনী মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

লালমনিরহাট জেলা সংবাদদাতা জানান, লালমনিরহাট সদর উপজেলায় বাসের ধাক্কায় ট্রাকের সহকারী চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

সকালে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের উমাপতি হরনারায়ন এলাকার শামছুল হকের ছেলে মোস্তাফিজার রহমান (১০) ও রংপুর শহরের সাতমাথা বালাটারী এলাকার সহকারী ট্রাক চালক আবুল কাশেম (৪৫)।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ