রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে সাবেক এমপি প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী কে আওয়ামী লীগ, ১৪দল ও মহাজোটের প্রার্থী ঘোষনার দেওয়ার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে পৌর ভবন লিনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা কমান্ড ইউনিটের সাবেক সহ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন, গোবিন্দগঞ্জের শান্তিও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী কে গোবিন্দগঞ্জ আসনে মনোনয়ন দেওয়ার দাবী জানায়। তিনি লিখিত বক্তব্যে আরো জানান, মঙ্গলবার মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে যে সংবাদ সম্মেলন হয়েছে তা সংগঠন বিরোধী। গুটিকয়েক মুক্তিযোদ্ধার আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সংবাদ সম্মেলন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সংবাদ সম্মেলন নয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এনতাজ আলী, খাজা নাজিম উদ্দিন, মহসিন আলী, আব্দুল করিম, নাহিদ হাসান, শামীম হোসাইন, ছাত্তার প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শেখ আলী মো. গোলাম রব্বানী সহ উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।