রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ফেনীর ৬ উপজেলায় আ.লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। সম্প্রতি শহরের পৌরসভা প্রাঙ্গণে এই ঘোষনা দেন জেলা আ.লীগের সভাপতি আবদুর রহমান বি.কম।
ফেনী সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল। ভাইস চেয়ারম্যান পদে জেলা আ.লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলা মহিলা আ.লীগের সভাপতি জোসনা আক্তার জুসি মনোনয়ন পান।
ছাগলনাইয়া উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিবি জুলেখা শিল্পী মনোনয়ন পান।
সোনাগাজী উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সভাপতি রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান পদে দলটির যুগ্ম-সম্পাদক শাখাওয়াতুল হক বিটু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আ.লীগ সভাপতি জোবেদা নাহার মিলি মনোনয়ন পান।
পরশুরাম উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার,ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সভাপতি এনামুল করিম মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামসুন্নাহারকে মনোনয়ন দেয়া হয়েছে।
দাগনভূঞা উপজেলায় চেয়ারম্যান পদে জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, ভাইস চেয়ারম্যান পদে শাহীন মুন্সী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রোখসানা ছিদ্দিকী মনোনয়ন পেয়েছেন।
ফুলগাজী উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম মজুমদার,ভাইস চেয়ারম্যান পদে দরবারপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল আলম আজমীর ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মঞ্জুরা আজিজ মনোনয়ন পান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।