Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫ম ধাপের ৭৩৩ ইউপিতে আ’লীগের প্রার্থী ঘোষণা সামনের নির্বাচনগুলো ত্রুটি ছাড়া হওয়ার আশা

প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আগামী ২৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চম ধাপের ৭৩৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করেছে দলটি। একই সঙ্গে সামনের ইউপি নির্বাচনগুলো সম্পূর্ণ ত্রুটিহীন হওয়ার আশা প্রকাশ করেছে দলটি।
গতকাল রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
হানিফ বলেন, সামনের নির্বাচনগুলো সম্পূর্ণ ত্রুটি ছাড়া সম্পন্ন হবে বলে আমরা আশা করছি। নির্বাচনকে ত্রুটিহীন করার জন্য আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হানিফ বলেন, মনোনয়ন নিয়ে যে অভিযোগগুলো উঠেছে মাঠ পর্যায়ে আমরা খবর নিয়ে দেখেছি অভিযোগগুলো ভিত্তিহীন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৫ম ধাপের ৭৩৩ ইউপিতে আ’লীগের প্রার্থী ঘোষণা সামনের নির্বাচনগুলো ত্রুটি ছাড়া হওয়ার আশা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ