মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি কমিউনিটি সেন্টারে আত্মঘাতী হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬০ জন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, হামলার শিকার ইউরেনাস নামের কমিউনিটি সেন্টারে প্রায়ই অনুষ্ঠান থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মেজোরাহ বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে উলামা পরিষদে বসেছিলেন মৌলভীরা। সেখানেই এই হামলা চালানো হয়। সরকারের এক মুখপাত্র জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মঘাতী হামলা। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
২০০১ সালে মার্কিন জোটের হামলায় ক্ষমতাচ্যুত হয় আফগানিস্তানের তালেবান সরকার। ১৭ বছরের যুদ্ধ অবসানে স¤প্রতি তারা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরুর খবর বেরিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। আলোচনার মধ্যেও দেশটির বেশিরভাগ অংশে গত সপ্তাহে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচন ভন্ডুল করার ঘোষণা দেয় তালেবান। এছাড়া আইএসও দেশটিতে নিয়মিত হামলা চালায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।