পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জনশ্রুতি রয়েছে সিলেট-১ আসনে যে দলের প্রার্থী নির্বাচিত হন, সেই দলই জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সরকারও গঠন করে সেই দল। এজন্য এই নির্বাচনী আসনে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে রাজনৈতিক দলগুলো। বিগত বিএনপি সরকারগুলোর সফল অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সিলেট-১ আসনে দল থেকে মনোনয়ন পেতেন। তিনি ওই আসন থেকে দুইবার নির্বাচিতও হন। সাইফুর রহমানের পর বর্তমান সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সিলেট-১ আসন থেকে নির্বাচন করে আসছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার এই আসন থেকে বিএনপির প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন চারজন। এর মধ্যে তিনজনই বিএনপির হেভিওয়েট নেতা। তারা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী, প্রফেসর ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, খন্দকার আবদুল মোক্তাদির, রেজাউল হাসান কয়েস লোদী। সাইফুর রহমানের মৃত্যুর পর সিলেটের গুরুত্বপূর্ণ এই আসনে বিএনপির দলীয় প্রার্থীকে মনোনয়ন দেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। যদিও এখনো দলের পক্ষ থেকে কাউকেই চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়নি। সারাদেশের মতো এই আসনেও আগ্রহী প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণের মাধ্যমে চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা করবে দলটি। আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন বোর্ড ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুখোমুখী হতে হবে প্রার্থীদের। বোর্ডে সাক্ষাতকারের নিজেদের প্রার্থী হওয়ার পক্ষে যৌক্তিকতা তুলে ধরতে হবে প্রত্যেককে।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সাবেক সচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী ওই অঞ্চলের বড় নেতা। তার সাথে আছেন সিলেট মহানগর বিএনপির পরপর দুই বারের সাবেক আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ড্যাবের। তৃণমূল নেতাকর্মীদের অন্যতম পছন্দের প্রার্থী তিনি। ভদ্র, সজ্জন ও পরিচ্ছন্ন কর্মী বান্ধব নেতা হিসেবে ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এছাড়া এখন পর্যন্ত ডা. শাহরিয়ারই একমাত্র নেতা যিনি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের নির্বাচিত ভিপিও ছিলেন। ডা. শাহরিয়ার হোসেন ছাড়াও সিলেট-১ আসনে মনোনয়নের দৌড়ে প্রতিযোগিতা করছেন খন্দকার আব্দুল মুক্তাদির। মুক্তাদিরের বাবা খন্দকার আব্দুল মালিক পরপর দুইবার এই আসনে বিএনপি দলীয় নির্বাচিত এমপি ছিলেন।
সিলেট-১আসনে নির্বাচনের বিষয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা.শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, আমাকে যদি দল প্রার্থী হিসেবে মূল্যায়ণ করে তাহলে আমি অবশ্যই নির্বাচন করব। সেক্ষেত্রে সিলেট-১ আসনের বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়েই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ে কাজ করে যাবে। তিনি জানান, নির্বাচনে বিজয়ী হলে আমার এলাকার গ্রাম ও শহরের সুযোগ-সবিধায় যে পার্থক্য রয়েছে তা মুছে ফেলা আমার অন্যতম অগ্রাধিকার হবে।#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।