বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষীপুর-১ (রামগঞ্জ) আসনে নৌকার মনোনয়ন পেতে এবার তরিকত ফেডারেশনের প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন খান। এর আগে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে পূরণের পর তা জমা দিয়েছেন। আনোয়ার হোসেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। রোববার রাতে তরিকত ফেডারেশনের ফরম সংগ্রহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয়ভাবে ভাইরাল করে নেতাকর্মীরা।
জানা গেছে, ১১ নভেম্বর ঢাকার ধানমন্ডি কার্যালয় থেকে আনোয়ার খান আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে একই দিন ফরম জমা দেন। ১৮ নভেম্বর তরিকত ফেডারেশন থেকে দলীয় মনোনয়ন ফরম পূরণের পর জমা দেন।
এদিকে আনোয়ার খান আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হওয়ার পাশাপাশি তরিকত ফেডারেশনের প্রার্থী হওয়ার নেতাকর্মীরা বিভ্রান্তিতে রয়েছেন। এ ঘটনায় নিজেদের মতো করে পক্ষে-বিপক্ষে নেতাকর্মীরা ব্যাখ্যা দিচ্ছেন।
দুই দল থেকে মনোনয়ন চাওয়ার বিষয়ে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন খান সাংবাদিকদের বলেন, আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাচ্ছি। তরিকতের এমপির বিরুদ্ধে বদনাম রয়েছে। এ কারনে আমি তরিকতের ফরম নিয়েছি, তবে সেখানে যোগদান করিনি।
রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু বলেন, আনোয়ার খান জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতাদের কাছে তার পদত্যাগপত্র জমা দেননি। তিনি নতুন করে তরিকত থেকে মনোনয়ন নিয়েছেন। এটি আওয়ামী লীগের গঠনতন্ত্র বিরোধী। দলের আদর্শ বিরোধী এমন কাজ সত্যিই নিন্দনীয়।
জানতে চাইলে লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, বিষয়টি আমিও শুনেছি। কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত দিবেন, আমরা তা বাস্তবায়ন করবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।