Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পিকেআর প্রেসিডেন্ট আনোয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পর এবার পিপলস জাস্টিস পার্টির (পিকেআর) প্রেসিডেন্ট নির্বাচিত হলেন দেশটির প্রবাদপ্রতীম রাজনীতিক আনোয়ার ইব্রাহিম। ২০০৩ সালে আনোয়ার ইব্রাহিম দলটি প্রতিষ্ঠা করলেও তিনি এর নেতৃত্বে আসতে পারেননি একের পর এক রাজনৈতিক নিষেধাজ্ঞা ও মামলার কারণে। এতদিন দলটির নেতৃত্বে ছিলেন বর্তমান মালয়েশিয়ার বর্তমান উপ-প্রধানমন্ত্রী ও আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ডা. ওয়ান আজিজাহ ইসমাইল। রোববার দলের কাউন্সিলে বিনা প্রতিদ্ব›িদ্বতায় প্রেসিডেন্ট নির্বাচিত হন আনোয়ার ইব্রাহিম। এছাড়া কাউন্সিলরদের ভোটে ডেপুটি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আজমিন আলী। নির্বাচিত চার জন ভাইস প্রেসিডেন্ট হলেন আনোয়ার কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার, জুরাইদা কামারুদ্দিন, তিয়ান চুয়া ও জাভিয়ের জয়কুমার। একই দিন দলটির যুব সংগঠন ও নারী শাখার প্রধান এবং ২০ সদস্যের কেন্দ্রিয় কাউন্সিল নির্বাচিত করা হয়। পিকেআর বর্তমানে মালয়েশিয়ার ক্ষমতাসীন জোট পাকাতান হারাপানের সবচেয়ে বড় দল। এই দলটির নেতৃত্বেই মূলত পাকাতান হারাপান গত এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়েছে। স্টার অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচিত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ