পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়িতের আগুন দেওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (পূর্ব বিভাগ)। গ্রেফতারকৃতরা হলো- সোহাগ ভুইয়া, রনি ও মাহবুব। তাদের গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সোহাগ ভুইয়া শাহজাহানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক । অন্যদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তিনটি মামলায় পুলিশ ৭৫কে গ্রেফতার করেছে। এদের মধ্যে এখনও ৭জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। এদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আরিফা সুলতানা রুমা রয়েছেন।
সূত্র জানায়, রিমান্ডে থাকা আসামীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সাথে মামলার পলাতক আসামীদের গ্রেফতারে ডিবির একাধিক টিম মাঠে রয়েছে। এরই মধ্যে গতকাল নতুন করে বিএনপির ৩জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা পুলিশের গাড়িতে আগুন দিয়েছিল। যার ছবি ও ফুটেজ ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে। তারা প্রত্যেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। বুধবার ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের ২১ জন, ২ জন আনসার ও বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এছাড়া কার্যালয়ের পাশে থাকা পুলিশের দু’টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এ ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা দায়ের করে পুলিশ। তিন মামলায় আসামি করা হয়েছে ৪৮৮ জন বিএনপির নেতাকর্মীকে। মামলাগুলো বর্তমানে তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ (পূর্ব বিভাগ)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।