Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়া সাতগাছিয়া দরবারের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

চট্টগ্রামের পটিয়া হাইদগাঁও সাতগাছিয়া দরবার শরীফের হয়রত আবুল খায়ের সুলতানপুরী এসোসেয়েশন বাংলাদেশের উদ্যোগে গতকাল রোববার আজিমুশ্শান জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে এক বিশাল র‌্যালী পটিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে পটিয়াস্থ একটি কমিউনিটি সেন্টারে মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতগাছিয়া দরবার শরীফের পীরে তরিক্বত শাহসূফি সৈয়্যদ আবুল মাকছুম মো. মোতাছিম বিল্লাহ সম্পদ সুলতানপুরী। এসোসিয়েশেনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মোহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে ও ছাত্রপরিষদের সভাপতি ইফতেখার ইসলাম রায়হানের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন চবি’র অর্থনীতি বিভাগের সাবেক প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী, অধ্যপক জহুর উল আলম, আল-আমিন বারীয়া দরবারের পীরে তরিক্বত শাহসূফি সৈয়্যদ মৌলানা মুকারম বারী, পটিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান পীরজাদা সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু, হাইদগাঁও ইউপি চেয়ারম্যান মো. ইউসুছ মিয়া, ছোবহানিয়া আলিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা জুলফিকার আলী আলকাদেরী, হাইদগাঁও মোজাহেরুল ইসলাম সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মুফতি এস এম আলা উদ্দিন আলকাদেরী, মাওলানা আজিজুল হক, মাওলানা মুহিউদ্দিন, মাওলানা মোস্তাফা কামাল প্রমুখ।
মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহ শান্তি কামনা করে আখেরী মোনাজাত করেন পীরে তরিক্বত শাহসূফি সৈয়্যদ আবুল মাকছুম মো. মোতাছিম বিল্লাহ সম্পদ সুলতানপুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদে মিলাদুন্নবী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ