Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জীবনের প্রতি মুহূর্তে বিশ্বনবী (সা:) কে অনুসরণ করা মিলাদুন্নবীর সার্থকতা: মাওলানা আহমদ হাসান চৌধুরী

মৌলভীবাজারে ঈদে মিলাদুন্নবী (সা:) মোবারক র‌্যালী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২১, ৫:৩৬ পিএম | আপডেট : ৬:২৭ পিএম, ২৩ অক্টোবর, ২০২১

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর যুগ্ম মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারি অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:)কে পরিপুর্ণভাবে অনুসরণ করাই হচ্ছে ঈদে মিলাদুন্নবীর শিক্ষা। বাংলাদেশের প্রান্ত থেকে সারা বিশ্ববাসীর কাছে মোহাম্মদ (সা:) এর আদর্শ পৌছে দেয়াই আমাদের কাজ। তাই নবীর আদর্শকে পৌছে দিতে হলে জীবনের প্রতি মুহুর্তে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:)কে অনুসরণ করতে হবে, এটা মিলাদুন্নবীর সার্থকতা।
শনিবার (২৩ অক্টোবর) দুুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে জেলা তালামীযের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি আরো বলেন, ঈদে মিলাদুন্নবী উদযাপন মহানবী যখন মদীনায় হিজরত করেছিলেন তখনকার আনসারদের সাথে মিলে যায়। তারা নবীকে স্বাগত জানিয়েছিল। আমরা সকলের সাথে সদয় ব্যবহার করবো। নবী হযরত মোহাম্মদ (সা:) এর আদর্শ মানুষের কাছে পৌছে দিব। আমাদের আমল আকলাম চরিত্রে ফুটে উঠবে ইসলামের উদারতা। শিশুদের সাথে ভাল আচরণ করবো। বড় মনের অধিকারী হবো। মিলাদুন্নবীর শিক্ষা হচ্ছে মন বড় করা। রাসূল (সা:) এর আদর্শ নিজে গ্রহণ করবো এবং দুনিয়ায় পৌছে দিব। সব সময় আমরা যেন ইতিবাচক হই, নেতিবাচক কথা যেন আমরা না বলি। যারা কালেমা পড়েছেন আমরা সবাই এক। এটাই হচ্ছে আমাদের হযরত মোহাম্মদ (সা:) এর মহান আদর্শ।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম.কাওছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. নাসির খান এর সঞ্চালনায় র‌্যালি ও র‌্যালিপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নোমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জেলা আল ইসলাহর উপদেষ্টা সিরাজুল ইসলাম সিদ্দিকী, আলহাজ্ব এখলাছুর রহমান, জেলা আল ইসলাহ সভাপতি মুফতি মাওলানা মো: শামছুল ইসলাম, জেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, জেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা মকবুল হোসাইন খান, সাধারণ সম্পাদক মাওলানা এম এ আলীম, কেন্দ্রীয় তালামীযের সহ সাধারণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক এম এ জলিল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমদ রায়হান ফারহী, সদস্য রাজন আহমদ, জেলা আল ইসলাহ’র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিয এনামুল হক, সহ সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ ইউনুছ আলী, সহ প্রচার সম্পাদক মাও: ফয়জুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম মাসুক, অফিস সম্পাদক মাওলানা শফিকুল আলম সুহেল, জেলা তালামীযের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম বুলবুল, মাওলানা আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন কামরান, শেখ কাদের আল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর আল ইসলাহ সভাপতি কবির আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক মাও: লিয়াকত হোসাইন, জেলা তালামীযের সহ সভাপতি আব্দুল মুহাইমিন ফাহাদ, শাহেদ আহমদ, জামাল আহমদ, কামরুল ইসলাম শাহান, সহ সাধারণ সম্পাদক আলী রাব্বি রতন, আবুল কাশেম, কামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশীদ প্রমুখ।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান বলেন, কিছু ফেতনা সৃষ্টিকারী মুসলামানদের মধ্যে ঐক্য নষ্ট করছে। মৌলভী নামধারী গোষ্টি ঈদে মিলাদুন্নবীর বিরোধীতা করে। আমি বলতে চাই মহররম মাসে যারা এজিদের পাশে থাকে তারাই মূলত বিরোধীতা করে। ভিতরের ও বাহিরের শত্রুেদের মোকাবেল করে রাসূল (সা:) এর আদর্শ বাস্তবায়ন করতে হবে।

পরে মৌলভীবাজার শহরে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) উপলক্ষে একটি মোবারক র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় রাসূল (সা:) এর শানে গাওয়া নাত, গজল ও স্লোগানে মুখরিত হয়ে উঠে শহর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদে মিলাদুন্নবী (সাঃ)


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ