Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুখ্যমন্ত্রী খট্টরের মন্তব্যে বিতর্কের ঝড় হরিয়ানায়

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ফের বেফাঁস এক মন্তব্য করলেন ভারতীয় এক মুখ্যমন্ত্রী। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের দাবি, প্রাক্তন প্রেমিকদের ফিরে পেতে মেয়েরা ধর্ষণের ভুয়া অভিযোগ করে। এক জনসভায় এমন মন্তব্য করেন ভারতীয় এই মুখ্যমন্ত্রী। তিনি বলেন,ধর্ষণের ঘটনা আগেও ঘটত, এখনও ঘটে। শুধুমাত্র এ বিষয়ে মানুষের সচেতনতা বেড়েছে। এরপরই বিতর্কিত মন্তব্যটি করেন। তিনি ওই জন সভায় আরো বলেন, ধর্ষণের দায়ের হওয়া মামলার ৮০ শতাংশ ক্ষেত্রেই খতিয়ে দেখা গিয়েছে অভিযুক্ত ও অভিযোগকারী আগে থেকে একে অপরকে চিনতেন। তারা হয়তো বহুদিন একসঙ্গে বহু সময় কাটিয়েছেন, ঘোরাফেরা করেছেন। হয়তো পরে কোনও একদিন ঝগড়া হল, ব্যস। তাতেই ধর্ষণের মামলা করেন ওই প্রেমিকারা। জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝড়

২৬ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ