Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে অটোরিক্সার ধাক্কায় পুলিশ সদস্য নিহত

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ১২:২৭ পিএম

মীররসাইয়ে সিএনজি অটোরিক্সার ধাক্কায় ট্রাফিক পুলিশের এক কন্সটেবল নিহত হয়েছে। গতকাল (শনিবার) সন্ধ্যায় সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাটে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম নুরুল আমিন (৫০)। সে ফেনী জেলার পরশুরাম থানাধীন রামপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে। পুুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় বারইয়ারহাট গাছ মার্কেট এলাকায় স্থানীয় জসীম সওদাগরের মার্কেটের সামনে আমিন দায়িত্ব পালন করছিল। এসময় ফেনীর দিক হতে দ্রুত গতিতে আসা অজ্ঞাত (অনসেস্ট) একটি সিএনজি অটোরিক্সা কন্সটেবল আমিনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় তিনি রাস্তায় পড়ে যায়। এতে তার মাথা ও কানে মারাত্মক জখম হয়ে প্রচুর রক্তপাত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়ার হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে নিহতের কর্মস্থল জোরারগঞ্জ থানা এলাকায় লাশের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় দুই থানার অফিসার ইনচার্জগণ ও মীরসরাই সার্কেলের এসএসপিসহ পুলিশের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এই বিষয়ে বারইয়ারহাট ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাহমুদ বলেন, দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে যাই। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের বড় ছেলের কাছে (পুলিশের এএসআই) লাশ হস্তান্তর করা হয়েছে। সিএনজি অটোরিক্সাটি আটকের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ