গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ত্রিবার্ষিক পরিকল্পনার আওতায় ৩ থেকে ৪ হাজার প্রকল্প বাস্তবায়ন করা হবে। গতকাল (রোববার) নগরভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ৫ম নির্বাচিত সংসদের নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ, পানি-বিদ্যুৎ, যোগাযোগ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক স্থায়ী কমিটির সভায় মেয়র একথা বলেন।
সিটি মেয়র বলেন, এডিপি, জাইকাসহ বৈদেশিক সাহয্যপুষ্ট দাতাদের সহযোগিতায় নগরীর অবকাঠামো উন্নয়ন করা হবে। এ সকল প্রকল্পের মধ্যে দীর্ঘ মেয়াদী, আয়বর্ধক প্রকল্প ও খাল খনন প্রকল্প রয়েছে। মেয়র বলেন, চট্টগ্রামের মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রস্তাবনায় নগরীতে প্রায় ২শ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্প রয়েছে। এছাড়াও ২ ধাপে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রায় ৫শ’ ৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে- যা একনেকে উত্থাপনের অপেক্ষায় রয়েছে। এ সকল প্রকল্প অনুমোদিত হলে নগরীর উন্নয়ন গতিশীল হবে। তিনি বলেন, যানবাহন ও সরঞ্জামাদি ক্রয়, এসফল্ট প্লান্ট স্থাপন প্রক্রিয়াধীন আছে। মেয়র বলেন, তার মেয়াদের মধ্যে নগরীকে বিউটিফিকেশনের আওতায় এনে পরিকল্পিতভাবে বিউটিফিকেশন করা হবে। পরিকল্পিত নগরায়নের মাধ্যমে নাগরিক চাহিদা শতভাগ পুরন করা হবে। তিনি তার পরিকল্পনা বাস্তবায়নে স্থায়ী কমিটি সমূহের সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সবগুলো স্থায়ী কমিটির সভায় মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন। সভাসমূহে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট স্থায়ী কমিটির সভাপতি যথাক্রমে কাউন্সিলর মোহাম্মদ মোরশেদ আলম, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ আবদুল কাদের ও ছালেহ আহমদ চৌধুরী। কমিটি সমূহের সদস্য সচিব লে. কর্নেল মহিউদ্দিন আহমদসহ কমিটি সমূহের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।