Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনী-৩ আসনে মনোনয়ন চান দুবাই বিএনপির সভাপতি

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঁইয়া) থেকে বাংলাদেশ -জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দুবাই বিএনপির সভাপতি এবং আরব আমিরাত কেন্দ্রীয় যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও আরব আমিরাত যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী এম এ মাহমুদ চৌধুরী (ফারুক)।
এম এ মাহমুদ চৌধুরী (ফারুক) শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘ ২৫ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তিনি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)-এর নির্বাচিত সভাপতি। বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডের আরব আমিরাত প্রতিনিধি ছিলেন। বর্তমানে বাংলা ভিশনের আরব আমিরাত প্রতিনিধি হিসেবে নিযুক্ত রয়েছেন এবং আমিরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন থেকে দল ও প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছেন। তার দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে একজন রাজনৈতিক ও কমিউনিটি নেতা হিসেবে তিনি আমিরাতে সকলের কাছেই পরিচিত মুখ। তিনি দল ও প্রবাসী কমিউনিটির উন্নয়নের পাশাপাশি দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। প্রকৌশলী এম এ মাহমুদ চৌধুরী ফারুক ইনকিলাবকে বলেন, তার নিজ এলাকা সোনাগাজী-দাগনভূঁইয়ার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে আগ্রহী। তাই দল তাকে মনোনয়ন দিলে তিনি সাংগঠনিক দক্ষতায় বিপুল ভোটে বিজয় ছিনিয়ে আনতে পারবেন বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ