Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তুষ্ট চীন ও রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বেইজিং ও মস্কোর মধ্যকার বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন। সিঙ্গাপুরে আসিয়ান সম্মেলনের অবকাশে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে পুতিন ও কেকিয়াং এ সন্তুষ্টি প্রকাশ করেন।
বৈঠকে পুতিন বলেন, ‘আমাদের দুই দেশের সরকার বাণিজ্য ও অর্থনৈতিক খাতে সম্পর্ক বাড়ানোর যে প্রচেষ্টা চালাচ্ছে তা উল্লেখযোগ্য এবং সন্তোষজনক। এজন্য আমি দুই সরকারকে ধন্যবাদ জানাই’।
জ্বালানি, বিমান, মহাকাশ, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা এগিয়ে নেয়ার জন্য চীন এবং রাশিয়ার শীর্ষ পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন পুতিন।
বৈঠকে প্রেসিডেন্ট পুতিনকে চীনা প্রেসিডেন্টের শুভেচ্ছা পৌঁছে দেন লি কেকিয়াং। তিনি বলেন, চীন ও রাশিয়ার কৌশলগত সম্পর্ক শীর্ষ পর্যায়ে ইতিবাচকভাবে কাজ করছে। দু দেশের মধ্যে বাণিজ্য ক্ষেত্রে যেসব সীমাবদ্ধতা রয়েছে সেগুলো দূর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সূত্র : পার্স টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ