নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়ার কথা ছিল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুর্নামেন্ট ‘টি-২০এক্স’। সেখানে বিভিন্ন দেশের তারকা ক্রিকেটারদের অংশগ্রহণও চূড়ান্ত হয়েই ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজি বিক্রি না হওয়ায় টুর্নামেন্টটি বাতিলের ঘোষণা দিয়েছে কতৃপক্ষ। আগামী মাসে টুর্নামেন্টটি হচ্ছে না বলে বৃহস্পতিবার জানায় আয়োজকরা।
কুমার সাঙ্গাকারা, ডেভিড মিলার, ইয়ন মরগান, আন্দ্রে রাসেল, শহীদ আফ্রিদির মত তারকারা ছিলেন আইকন হিসেবে। এছাড়া টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসেবে ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র পেয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। এত তারকাখচিত টুর্নামেন্ট হলেও পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে তিনটি ফ্র্যাঞ্চাইজিরই কোনো ক্রেতা পাওয়া যায়নি।
আগামী ১৯ ডিসেম্বরে শুরু হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি। পাঁচ দলের এ টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা ছিল ১১ জানুয়ারি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।