রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দেশব্যাপী চলছে আয়কর মেলা। মেলায় সাধারণ মানুষ আয়কর প্রদানের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হচ্ছেন। কেউ রিটার্ন দাখিল করছেন। অনেকেই আয়কর দিয়ে টিন নম্বর গ্রহণ করছেন। কেউ আয়কর রিটার্ন পূরণে সহায়তা, আয়কর রিটার্ন গ্রহণ ও আয়কর সংক্রান্ত সকল পরামর্শ গ্রহণ করছেন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট :
বরিশাল ব্যুরো জানান, বরিশালে সপ্তাহব্যাপী আয়কর মেলায় প্রতিদিনই উপচেপড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। বরিশাল টাউন হলের মেলা প্রাঙ্গণে রিটার্ন দাখিলের পরে সোনালী ব্যাংক এবং জনতা ব্যাংকের অস্থায়ী বুথে আয়কর দিচ্ছেন করদাতারা। পাশাপাশি ভ্যাট ও সঞ্চয় পরিদফতরের অস্থায়ী বুথের মাধ্যমেও গ্রাহকসেবা দেয়া হচ্ছে। প্রতিদিনই বিপুল সংখ্যক নাগরিক মেলায় গিয়ে আয়কর প্রদানের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হচ্ছেন। কেউ রিটার্ন দাখিল করছেন। অনেকেই আয়কর দিয়ে টিন নম্বর গ্রহণ করছেন। আয়োজকরা জানান, মঙ্গলবার প্রথম দিনে বরিশাল আয়কর মেলায় তিন হাজার ২০৮ জন বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করেন। এর মধ্যে এক হাজার ৩৩৮ জন আয়কর রিটার্ন দাখিল করেন। প্রথম দিনই আয়কর আদায় হয়েছে ৫৫ লাখ ৫৪ হাজার ৩৫৬ টাকা।
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ থেকে জানান, গোপালগঞ্জে গত বৃহস্পতিবার দুপুরে আয়কর অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অ্যাড. উম্মে রাজিয়া কাজল এমপি। কর অঞ্চল ঢাকা-৩ এর অতিরিক্ত কর কমিশনার শাহীন আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম খান প্রমুখ।
রাজবাড়ী জেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীতে গত বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চার দিনব্যাপী আয়কর মেলার প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম। এ সময় জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার যুগ্ম কর কমিশনার হরিপদ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. সানোয়ার হোসেন প্রমুখ।
সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, সীতাকুন্ডে গত বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে শুরু হয়েছে দুই দিনব্যাপী আয়কর মেলা। মেলার উদ্বোধন করেন সীতাকুন্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম।
চট্টগ্রাম অঞ্চল-১ এর অতিরিক্ত সহকারী কর কমিশনার পেয়ারু হোসেনের সভাপতিত্বে ও শামস্ মোহাম্মদ নোমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সীতাকুন্ড প্রেসক্লাবের সভাপতি আলহাজ এম সেকান্দার হোসাইন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।