নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চার হাজার দৌঁড়বিদের অংশগ্রহনে আজ অনুষ্ঠিত হবে বিগ বাংলা মিনি ম্যারাথন। হাতিরঝিল থেকে শুরু হয়ে তেজগাঁও, বিজয় স্মরনী, আগারগাঁও ঘুরে ম্যারাথন শেষ হবে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে। স্পোর্টস ইন্টারন্যাশনালের আয়োজনে এই ম্যারাথন শুরু হবে সকাল সাড়ে ছয়টায়। ম্যারাথনে অধিকাংশ দৌঁড়বিদই বাংলাদেশের। তবে কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়া, কমডোর ও ফিলিস্তিনের ১১ জন দৌঁড়বিদ অংশ নেবেন। মিনি ম্যারাথনের টাইটেল স্পন্সর ইফাদ গ্রæপ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্পোর্টস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আবিদুর রহমান শিমু। এ সময় ইফাদ গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ উপস্থিত ছিলেন। শিমুর কথায়, ‘ষষ্ঠবারের মতো আমরা আয়োজন করছি মিনি ম্যারাথনের। ২০২১ সালে ফুল ম্যারাথন আয়োজন করবো। তখন অলিম্পিকের দৌঁড়বিদদেরও আমন্ত্রণ জানানো হবে।’ তানভীর আহমেদ বলেন, ‘গেল ছয়টি আসরে মিনি ম্যারাথনে আমরা ছিলাম। আগামী দু’বছরও এই ম্যারাথনের সঙ্গে থাকবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।