Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জানুয়ারীতে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন এক বছর পরপর ডিসেম্বরের শেষ শুক্রবার হওয়ার কথা থাকলেও এবার তা হচ্ছে না। ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের ২৫ জানুয়ারি নির্বাচন হবে বলে জানিয়েছেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় কেপিআইভুক্ত এলাকায় কোনো পেশাজীবী সংগঠনের নির্বাচন হওয়ার নিয়ম নেই। তাছাড়া সংসদ নির্বাচন নিয়ে সারা দেশের মতোই আমাদের চলচ্চিত্র পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা ব্যস্ত থাকবেন। তাই আমরা কার্যনির্বাহী পরিষদের সঙ্গে কথা বলে নির্বাচন পিছিয়ে দিচ্ছি। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী এক বছর পরপর ডিসেম্বরের শেষ শুক্রবার পরিচালক সমিতির নির্বাচন হয়। আমরা সব সময় তা পালন করে আসছি। কিন্তু এবার তা পেছাতে হচ্ছে। জাতীয় নির্বাচন সামনে রেখে পরিচালক সমিতির নির্বাচন হবে না। উল্লেখ্য, ২০১৬ সালের ৩০ ডিসেম্বর এফডিসিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। তিনটি প্যানেল এই নির্বাচনে অংশ নেয়। এর মধ্যে ছিল আমজাদ হোসেন-জাকির হোসেন রাজু, মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন ও সোহানুর রহমান সোহান-রায়হান মুজিব। নির্বাচনে মুশফিকুর রহমান গুলজার সভাপতি ও বদিউল আলম খোকন মহাসচিব পদে নির্বাচিত হন। চলতি বছরে মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন ও শাহ আলম কিরণ-সাফিউদ্দিন সাফি দুটি প্যানেল আলোচনায় আছে। নির্বাচনে একেকটি প্যানেলে ১৯টি পদের জন্য নির্বাচন করবেন প্রার্থীরা। মোট ভোটার সংখ্যা ৩৬৫ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ