Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কানাডায় যুক্তরাষ্ট্রের ২৫৫০ নাগরিকের আশ্রয়ের আবেদন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৮, ৪:২১ পিএম

যুক্তরাষ্ট্রের আশ্রয় প্রার্থী হতে চেয়ে প্রতি বছর আবেদন করেন বিভিন্ন দেশের নাগরিক। আর এবার সে দেশের নাগরিকরাই কানাডায় আশ্রিত হতে চেয়ে রেকর্ড গড়লেন। শুধু ২০১৭ সালেই কানাডার আশ্রয় প্রার্থীতা চেয়েছে যুক্তরাষ্ট্রের ২ হাজার ৫৫০ জন নাগরিক। এই সংখ্যা ভেঙ্গেছে গত ২৩ বছর আগের রেকর্ড! ১৯৯৪ সালের পর এই প্রথম এমন অবস্থা দেখা গেছে বলে ইনসাইডার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।

কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপের দেওয়া তথ্য মতে, ২০১৭ সালে যে পরিমাণ মার্কিন নাগরিক কানাডায় আশ্রয় চেয়েছে তা ২০১৬ সালের তুলনায় অন্তত ছয়গুণ বেশি। ১৯৯৪ সালের পর এবারই তাদের কাছ থেকে সবচেয়ে বেশি আবেদন পেয়েছে তারা।

হিসাব করে দেখা গেছে, আশ্রয় প্রার্থী গোষ্ঠীগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকরা আছেন তৃতীয় অবস্থানে। তালিকায় প্রথম স্থানে আছে হাইতি ও দ্বিতীয় স্থানে নাইজেরিয়া।

এ বিষয়ে কানাডার মন্ট্রিয়ালভিত্তিক আইনজীবী স্টিফেন হ্যান্ডফিল্ড বলেন, কানাডায় আশ্রয় প্রার্থীদের বেশিরভাগই ‘ব্রাইটরাইট সিটিজেনশিপের’ আওতায় দেশটির নাগরিক হয়েছেন। তারাই বাবা-মা নিয়ে কানাডায় স্থায়ীভাবে আসতে চাচ্ছেন।

দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই বলে আসছেন অস্থায়ী নাগরিকদের সুবিধা কেড়ে নেওয়ার কথা। আর এ কারণেই হঠাৎ করেই কানাডায় চলে যাওয়ার জন্য নাগরিকের সংখ্যা বেড়ে গেছে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কানাডায়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ