Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কানাডায় আত্মহত্যায় সহায়তার বিল পাস

প্রকাশের সময় : ২১ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কানাডায় মারাত্মকভাবে অসুস্থ ব্যক্তিদের আত্মহত্যায় সহায়তা করবে হাসপাতাল কর্তৃপক্ষ। সংসদে এ সংক্রান্ত একটি বিতর্কিত বিল পাস করা হয়েছে। খবরে বলা হয়, দেশটির সুপ্রিমকোর্ট থেকে অসুস্থদের আত্মহত্যায় সহায়তার জন্য চিকিৎসকদের ওপর এতদিন এক ধরনের নিষেধাজ্ঞা ছিলো। সে নিষেধাজ্ঞা উঠে গেলে এ আইনটি করার উদ্যোগ নেয় সংসদ। সেই অল্প সংখ্যক দেশের তালিকায় এখন কানাডা উঠে গেল, যেখানে অসুস্থদের মৃত্যুতে সহায়তা করা হয়। তবে সমালোচকদের মতে, এ আইনের কার্যকরী প্রয়োগ বেশ কঠিন হয়ে পড়বে। তারা যুক্তি তোলেন, শারীরিক কঠিন ওই পরিস্থিতিতে মানুষ খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। নিজের ওপর নিয়ন্ত্রণ না থাকায় আত্মহত্যা করতে চায় মানুষ। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এ আইনটি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে আরও অনেককিছু নির্ধারিত হবে। কানাডা ছাড়াও সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, আলবেনিয়া ও জাপানে আত্মহত্যায় সহায়তার নিয়ম আছে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, অরিগন, ভেরমন্ট, নিউমেক্সিকো এবং মন্টানাতে এ সহায়তা দেয়া হয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কানাডায় আত্মহত্যায় সহায়তার বিল পাস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ