Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাবনা ১ আসনে বিএনপির ১০জন, আ’লীগের ৭জন , জাপার ২জন ও জামায়াতের ১জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৮, ১:৪০ পিএম

একাদশ জাতীয় সংসদের তফশিল ঘোষণার পর ৬৮,পাবনা ১(সাঁথিয়াÑবেড়া) নির্বাচনী এলাকা থেকে আ’লীগের ৭জন , বিএনপির ১০জন ,জাপার ২জন ও জামাতের ১জন মনোনয়নপত্র তুলেছেন। এরা হচ্ছেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ,বর্তমান এমপি এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু, সাঁথিয়ার যুদ্ধকালীন কমান্ডার ,উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং তিনবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দীন, সাঁথিয়া উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার. সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসেন স্কাই ,বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সহ-সভাপতি ওবায়দুল হক এবং ইঞ্জিনিয়ার কামরুজ্জামান । বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মঞ্জুর কাদের, সাথিয়া উপজেলা বিএনপির সভাপতি মাহবুব মোর্শেদ জ্যোতি, সাঁথিয়া উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক শামসুর রহমান, বেড়া উপজেলা বিএনপির সভাপতি আনিছুর রহমান, তাঁতি দলের কেন্দ্রীয় নেতা হাজী ইউনুছ আলী, টিএনটির সাবেক কর্মকর্তা ইদ্রিস আলী, সাবেক পুলিশ কর্মকর্তা ও ধোপাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন, যুব দলের পাবনার সহ-সভাপতি এমদাদুল হক, ডা.শফিকুল ইসলাম ও খাইরুন্নাহার । জাতীয়পার্টী তৈকে মনোনয়নপত্র গ্রহণকারীরা হচ্ছেন, জাপা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শাজজাহান সরদার ও জাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওমর আলী। জামাতের(স্বতন্ত্র) মনোনয়নপত্র তুলছেন বেড়া উপজেলা জামায়াতের আমীর ডা.আব্দুল বাছেদ খান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাবনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ