Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রধানমন্ত্রী উদ্বোধনের আগেই ‘পাবনা এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কারে দুঃসাহসিক চুরি

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ৫:১৪ পিএম

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ জুলাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় চুল্লী উদ্বোধনের পর এদিন পাবনা পুলিশ প্যারেড ময়দানে এক জনসভায় ভাষণ দেবেন। তার আগে তিনি পাবনায় রেল লাইনের ট্রেন চলাচল উদ্বোধন করবেন । ‘পাবনা এক্সপ্রেস’ নামে যে ট্রেনটি উদ্বোধন করার হবে সেই ট্রেনে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। ট্রেনটির পাওয়ার কার থেকে ৪টি ব্যাটারী, তেল , সুইচসহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়েছে চোর বা চোর দল। ট্রেনটি উদ্বোধনের আগে কোথাও কোন ক্রটি-বিচ্যুতি আছে কিনা তা দেখার জন্য আজ সকালে ঈশ্বরদী রেলওয়ের ইয়ার্ডে সীলগালা করে রাখা পাওয়ার কার পরিদর্শনে যান ডিপো ইনচার্জ গোলাম হাক্কানীসহ রেলওয়ের কয়েকজন প্রকৌশলী ও কর্মচারী । তারা সীলগালা খুলে দেখতে পান পাওয়ার কার থেকে ব্যাটারী, তেল , সুইচসহ অন্যান্য সামগ্রী চুরি হয়ে গেছে। চোর বা চোর দল কখন এই চুরি সংঘটিত করেছে তা নিশ্চিত করে বলতে পারছেন না। রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী প্রদীপ কুমার সাহা এবং অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ