বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন ২য় বর্ষের ছাত্র মিশকাত মিশু দুর্বৃত্তদের উপর্যপুরি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। পাবনা এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে এই হত্যাকান্ড সংঘটিত হয়। মিশু মানুষের প্রয়োজনে ব্লাড ডোনেট করতেন। তিনি তিনি বাংলাদেশ ব্লাড নেট ওয়ার্ক (বিবিএন) পাবনা কমিটির প্রচার সম্পাদক ছিলেন।সূত্র মতে, তাঁকে মোবাইল করে কলেজে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর কতিপয় দুর্বৃত্ত তার উপর হামলা চালায় । তাঁকে পাবনা জেনারেল হাসপতালে নেওয়া নেওয়ার চিকিৎসাধীন অবস্থায় মিশু মৃত্য বরণ করেন। মিশকাত মিশু পাবনা শহরের পৌর শিবরামপুর মহল্লার বাসিন্দা এবং পাবনা কলেজের সহকারি অধ্যাপক গোলাম মোস্তফার পুত্র। সূত্র মতে, মঙ্গলবার রাত ৯টার দিকে পাবনা শহরের রাধানগর এলাকায় প্রাইভেট পড়াতে যান মিশকাত মিশু। এ সময় তাকে মোবাইল ফোনে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মিশকাতকে এলোপথারী ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত মিশুর পিতা গোলাম মোস্তফা বলছেন, তাঁর ছেলের কোন শত্রু ছিলো না। প্রতিবেশীরা বলছেন, ছেলেটি ভদ্র শান্ত এবং ধার্মিক ছিলো। কোন রাজনীতির সাথে তার সর্ম্পক ছিল না। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সূত্র জানিয়েছেন, রাতে দেখেছি, কয়েকজন ছেলে একটি ছেলেকে মারছে আর একটি মেয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছিলো।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও তদন্ত ) গৌতম কুমার বিশ্বাস জানান, ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে সন্দেহ ভাজন এক যুবককে আটক করা হয়েছে। নিহতের মাথা ও পিঠে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। হত্যার মোটিভ এখনও জানা যায়নি। তবে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।