বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লার লাকসামে তিন ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ৫ আসামির মৃত্যুদন্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলী এই রায় দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জেলার লাকসাম শ্রীয়াং এলাকার আব্দুল কাদেরের ছেলে আব্দুর রহমান, ইয়াকুব আলীর ছেলে শহিদল্লাহ সহিদ, আবদুল মান্নানের ছেলে ফারুক হোসেন, সেলিমের ছেলে রাসেল এবং মোহাম্মদ উল্লাহর ছেলে স্বপন। দন্ডপ্রাপ্ত আসামিদের সবাই পলাতক। জানা যায়, ২০০৭ সালের ৬ জানুয়ারি রাতে জেলার লাকসাম উপজেলার শ্রীয়াং বাজারে দোকান বন্ধ করে কাঁচামাল ব্যবসায়ী উত্তম দেবনাথ, পরীক্ষিত দেবনাথ এবং পান ব্যবসায়ী বাচ্চু মিয়া ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। রাত ১২টার সময় লাকসামের শ্রীয়াং ও রাজাপুর রাস্তার বদিরপুকুর নামক স্থানে গলা কেটে হত্যা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।