পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এরশাদের জাতীয় পার্টি থেকে ফেনি-৩ আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। গতকাল ওয়ান/ইলেভেনের অন্যতম এই কারিগরের ভাতিজা আব্দুল্লাহ আল মিজান জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস থেকে মাসুদ উদ্দিন চৌধুরী পক্ষে মনোনয়ন পত্র ক্রয় করেন।
নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে এরই মধ্যে জাতীয় পার্টি থেকে প্রায় ২ হাজার ৮শ ২৮ জন মনোনয়ন প্রত্যাশী ২০ হাজার টাকা জমা দিয়ে মনোনয়ন পত্র ক্রয় করেছেন। এতে দলের তহবিলে আয় হয় ৪ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকা। জাতীয় পার্টির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ করা হবে আগামী ১৭ এবং ১৮ নভেম্বর।
এদিকে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, রাজনৈতিক দলগুলোর অফিসের দিকে তাকালেই বোঝা যায় উৎসবমুখর পরিবেশে নির্বাচন শুরু হয়েছে। দেশের মানুষও এমন উৎসবমুখর নির্বাচন চায়। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতির প্রত্যাশা। তিনশো আসনেই নির্বাচনের প্রস্তুি আছে জাতীয় পার্টির। মহাজোটের সাথে আলাপ-আলোচনার মাধ্যমেই প্রার্থী তালিকা চুড়ান্ত করা হবে। এর আগে জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচনে মহাজোটের কাছে জাতীয় পার্টি একশ আসন চেয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।