Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্বর নির্যাতনের বৈধতা দেয়ার চেষ্টা করছেন সু চি : মাহাথির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

রোহিঙ্গা ইস্যুতে বিতর্কিত ভূমিকার কারণে মিয়ানমারের নেতা অং সান সু চির কঠোর সমালোচনা করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, রাখাইন রাজ্যে মিয়ানমারের নিরাপত্তাবাহিনীর সদস্যরা রোহিঙ্গাদের ওপর যে বর্বর নির্যাতন চালিয়েছে, তার ‘বৈধতা দেয়ার চেষ্টা’ করছেন শান্তিতে নোবেলজয়ী সু চি। সিঙ্গাপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সু চি প্রসঙ্গে মালয়েশিয়ার ৯৩ বছর বয়সের বর্ষীয়ান রাজনীতিবিদ মাহাথির বলেন, ‘দেশের স্বার্থের জন্য “মঙ্গলজনক” আখ্যায়িত করে মিয়ানমারের সেনাবাহিনী এসব লোকদের (রোহিঙ্গা) ওপর নির্যাতন চালাচ্ছে, হত্যা করছে- গণহারে হত্যা, লাশগুলো গণকবরে শায়িত করা হচ্ছে- এ রকম আর কত কী! তারা যা করছে তাকে শুধু প্রাচীন যুগের হত্যাকান্ডের সঙ্গেই তুলনা করা যেতে পারে, বর্তমান যুগে নয়। আমরা এটা প্রত্যাশা করি না।’ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, ‘রাজনীতির কারণে কারাবরণ করেছেন এই নেত্রী। অতএব, এদিক দিয়ে হলেও তাকে রোহিঙ্গাদের দুর্ভোগ বোঝা উচিত।’ ওয়াশিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহাথির

২০ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ