Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন আঙ্গিকে শুরু হয়েছে বায়োস্কোপ প্রাইম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বায়োস্কোপ নিয়ে এলো তাদের নতুন সেবা ‘বায়োস্কোপ প্রাইম’। বায়োস্কোপ প্রাইম-এ থাকছে নতুন সব সিনেমা যা এই প্ল্যাটফর্মটিতে উপভোগ করা যাবে। এছাড়াও থাকছে জি এবং কালারস নেটওয়ার্কের টিভি চ্যানেল, আকর্ষণীয় মিউজিক ও বিভিন্ন স্পোর্টস চ্যানেল। দর্শকরা পোড়ামন ২, ইন্সপেক্টর নটি কে ও বেঙ্গলি বিউটির মত মুক্তি পাওয়া সিনেমাগুলো দেখা যাবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দেশের জনপ্রিয় ৪ নির্মাতার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘পোড়ামন ২’ সিনেমাটি বায়োস্কোপ প্রাইম-এ মুক্তি পাওয়া প্রথম সিনেমা। এর সাথে থাকছে ‘ইনস্পেক্টর নটি কে’। আর থাকছে ভিন্নধারার সিনেমা ‘বেঙ্গলি বিউটি’। এছাড়া বায়োস্কোপ অরিজিনালস-এর চার গুণী নির্মাতার চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আসছে চলতি মাসের মাঝামাঝি। পরিচালনায় থাকছেন অনিমেষ আইচ, নুহাশ হুমায়‚ন, গিয়াসউদ্দীন সেলিম ও মাহমুদুর রহমান হিমি। এরমধ্যে প্রথমেই আসবে মাহমুদুর রহমান হিমির পরিচালনায় তাহসান ও মেহজাবীন অভিনীত ‘নিঃশ্বাস’। রোমান্টিক ঘরানার ফিল্মটি দিয়েই বায়োস্কোপ অরিজিনালস-এর যাত্রা শুরু হবে। একদল নতুন অভিনয়শিল্পী নিয়ে তৈরি হয়েছে নুহাশ হুমায়ুন এর স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘পিজ্জাভাই’। তারপরেই আসবে গিয়াস উদ্দিন সেলিমের রোমাঞ্চকর ‘প্রীতি’। সবশেষে, মুক্তি পাবে অনিমেষ আইচের পরিচালনায়, নুসরাত ইমরোজ তিশা ও আসিফ আজিমের ‘রাত’। এই সেবাটি শুধুমাত্র গ্রামীণফোন ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন। ৪৯ টাকায় ৫ জিবি-তে ১ মাস মেয়াদে বায়োস্কোপের ভিডিওগুলো উপভোগ করতে ডায়াল করতে হবে *১২১*৩৩৪৯# এবং ৪৪ টাকায় ২ দিন মেয়াদে ৩ জিবি-তে (২ জিবি রেগুলার ইন্টারনেট ও এক জিবি বায়োস্কোপ ভিডিও) বায়োস্কোপ উপভোগ করতে ডায়াল করতে হবে *১২১*৩৩৬০#।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ