মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের মাত্র এক সপ্তাহ পর কয়েকজন সিনিয়র কর্মকর্তার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ দেখা দেয়ায় ফের অস্থিরতার কবলে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রিপাবলিকান এই প্রশাসনের অন্দরমহলের পরিস্থিতি সম্পর্কে জ্ঞাত কয়েকটি সূত্র জানিয়েছে ট্রাম্পের মন্ত্রিসভার তিন সিনিয়র সদস্য শিগগিরই পদ ছাড়তে পারেন। তারা হলেন চিফ অব স্টাফ জন কেলি, হোমাল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিয়াস্টিন নিয়েলসেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী রায়ান জিঙ্ক। কংগ্রেসের নির্বাচনকে সামনে রেখে কোনো কর্মকর্তাকে ছাঁটাই না করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছিলেন রিপাবলিকান নেতারা। তাই ওই সময় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু ৬ নভেম্বর নির্বাচনের ফলাফল আসার কয়েক ঘণ্টা পরই অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্সকে বরখাস্ত করেন ট্রাম্প। ট্রাম্পের মেয়াদের প্রথম ২২ মাসে এ ধরনের ঘটনা বারবার ঘটেছে। চলতি বছর ব্রুকিংস ইনিস্টিটিউশনের এক পর্যালোচনায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের গত পাঁচ জন প্রেসিডেন্টের মধ্যে ট্রাম্পের হোয়াইট হাউসেই সবচেয়ে বেশি সিনিয়র কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে। সূত্রগুলো জানিয়েছে, মেলানিয়া ট্রাম্পের সা¤প্রতিক আফ্রিকা সফরের সময় তার সঙ্গে সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিরা রিকার্ডেলের দ্ব›দ্ব বাধে; এই ঘটনার জেরে রিকার্ডেলকে বরখাস্ত করার জন্য ট্রাম্পকে অনুরোধ করেছেন মেলানিয়া। ট্রাম্প স্ত্রীর এই অনুরোধ রাখতে যাচ্ছেন বলে জানিয়েছে সূত্রগুলো। মেলানিয়া ট্রাম্পের দপ্তরও এই দ্ব›েদ্বর কথা স্বীকার করেছে। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ট্রাম্প নিয়েলসেনকে তার পদ থেকে সরিয়ে দিবেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প কেলিকে চিফ অব স্টাফ করার পর নিয়েলসেন হোমাল্যান্ড সিকিউরিটি মন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু এখন প্রেসিডেন্ট ট্রাম্প তাদের দুজনকেই বরখাস্ত করার কথা বিবেচনা করছেন বলে জানিয়েছে সূত্রগুলো। অপরদিকে নিজ রাজ্য মন্টানায় ভ্রমণ ও ব্যবসায়িক লেনদেনসহ বেশ কয়েকটি বিতর্কিত কর্মকান্ডের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী জিঙ্কের বিরুদ্ধে তদন্ত চলছে। এতে তিনিও কতোদিন দায়িত্ব ধরে রাখতে পারবেন তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।