পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার তালিকা দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রীর কাছে জমা দিচ্ছে বিএনপি। দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মামলার তালিকা দিতে যাচ্ছেন। দলের আরেক সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন এ তথ্য জানান। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও তাদের গ্রেফতার চলছেই বলে মঙ্গলবার সকালে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দেয়া, গ্রেফতার ও হয়রানী বন্ধের নির্দেশ দেয়া হলেও তা বন্ধ হয়নি। মুনির হোসেন জানান, আগের যে মামলার তালিকা প্রধানমন্ত্রীর কাছে দেয়া হয়েছিল তার সাথে পরবর্তী সময়ে যোগ হওয়া মামলাগুলোরও তালিকা প্রধানমন্ত্রীর কাছে দেয়া হচ্ছে। দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এই তালিকা নিয়ে বিকেলেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।